বিএনপি সমাবেশ নিয়ে নাটক করে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ধারেকাছেও যাবে না।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকার সমাবেশ ঘিরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আগামী ডিসেম্বরে খেলা হবে। এবার খেলা হবে দুর্নীতি, হাওয়া ভবন, ভোট চুরি এবং যারা বিদেশে পাচার করেছেন তাদের বিরুদ্ধে।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনকে সামনে রেখে মারামারি করবেন না, উস্কানি দিবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছেড়ে দেয় নাই। আপনারা হামলা করলে আমরা কী দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব। এটা কি হয়?”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার বলেই সাজাপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া বাড়িতে অবস্থান করছেন। তিনি নিজের ক্ষমতাবলে খালেদা জিয়াকে বাড়িতে থাকতে অনুমতি দিয়েছেন।”
কাদের বলেন, “বিএনপি সমাবেশের তিন দিন আগে থেকেই হাণ্ডি, পাতিল, বিছানা, বালিশ নিয়ে নাটক শুরু করেন। সেই নাটকের অংশ হিসেবে থাকে মশার কয়েলও। হায়রে নাটক।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।