চীনের শিনজিয়াং প্রদেশে কোরআন থেকে আয়াত শেখানোর অভিযোগে ৪৯ বছর বয়সী উইঘুর নারী সেইলিহান রোজিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে জানানো হয়, রোজির দুই সন্তান এবং এক প্রতিবেশীও একই অভিযোগে কারাদণ্ড পেয়েছেন। রোজির এক সন্তানকে ১০ বছর, আরেকজনকে ৯ বছর এবং প্রতিবেশীকেও ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, রোজি অবৈধ আন্ডারগ্রাউন্ড ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তিনি কোরআনের ১০টি আয়াত শেখাচ্ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই কর্মকর্তা।
জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ধর্মীয় বিশ্বাস এবং তা পালনের কারণে তাদের বিরুদ্ধে শাস্তির মাত্রা ক্রমশ বাড়ছে। ২০২২ সালে জাতিসংঘ জানায়, চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এর আগে ২০২১ সালের এক গবেষণায় দেখা যায়, জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে আগামী ২০ বছরে উইঘুর মুসলিম জনসংখ্যা এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে।
চীনের এমন পদক্ষেপ বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। উইঘুর মুসলিমদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার থাকলেও চীনের নীতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।