প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৪৭
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন। শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি বলেন, শহিদদের রক্তের দাগ এখনও শুকায়নি এবং ফ্যাসিস্টরা নানা চক্রান্ত চালাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা ফিরে পেতে সব অংশীদারকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
সমাবেশে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মামুনুল হক বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে নির্দিষ্ট সময়ে নির্বাচন করার রোডম্যাপ ঘোষণার প্রয়োজন। তার আগে প্রধানমন্ত্রীর বিচার নিশ্চিত করা উচিত।
তিনি আরও বলেন, দেশের সকল রাজনৈতিক দলকে মিলিত হয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দায়িত্বশীল ও উদার আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। মব তৈরি করে দাবিদাওয়া আদায়ের পদ্ধতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেন।
মামুনুল হক আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজতে ইসলাম সরকারের প্রতি নারীদের অধিকার রক্ষা করার আহ্বান জানায়। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করবে সংগঠনটি। নারী সংস্কার কমিশনের বহুত্ববাদ ও মতবাদের কুপ্রস্তাবে রাজি নয় হেফাজত।
শাপলা গণহত্যার বিচারের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয় সমাবেশে। এই সময় হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন বক্তৃতা দেন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রশাসন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।
মাওলানা মামুনুল হকের এই আহ্বান দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে হেফাজতের করণীয় সম্পর্কে স্পষ্ট সংকেত প্রদান করেছে।