নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল, প্রস্তুত মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০২৪ ১২:৪২ অপরাহ্ন
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল, প্রস্তুত মঞ্চ

রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 


বুধবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।  


সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে কোরআন তিলাওয়াত। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। 


সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।