পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদ উত্তীর্ণ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ মার্চ। স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থীরা নিজস্ব প্রতীকে অংশ নিলেও বিএনপি এবার কৌশল অবলম্বন করেছে। বিএনপি' ইউপি নির্বাচনে তাদের নিজস্ব প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে জিততে পারবে না জেনে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে নির্বাচনে প্রতিধন্ধিতা করতে যাচ্ছে এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কলাপাড়ায় ইউপি নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনী এলাকায়।
গতকাল রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী আসনে ৫০ জন এবং সাধারন আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, আজ সোমবার মনোয়ন পত্র বাছাই করা হবে। ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।