কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা বিএনপির কয়েকজন কর্মী ও সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত দফায় দফায় এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। শনিবার বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘটনা ঘটে।
জানাগেছে, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার এলাকা থেকে শান্তি সমাবেশ উপলক্ষে একটি মিছিল বের করেন। অপরদিকে বিএনপির নেতা কর্মীরা তিলাই ইউনিয়নের কালাচান মোড় থেকে পদযাত্রা কর্মসূচী শুরু করেন।
বিএনপির নেতা কর্মীরা পদযাত্রা করে ধামেরহাট বাজার থেকে কালাচান মোড়ে ফেরার পথে আওয়ামী লীগের মিছিলটি কালাচান মোড় থেকে ধামেরহাটের দিকে যাচ্ছিল। এসময় ধামেরহাট ও কালাচান মোড়ের মাঝামাঝি স্থানে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এঘটনার পর তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটি দল ক্ষিপ্ত হয়ে ধামেরহাট বাজারের বিএনপির কয়েকজন কর্মী-সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ব্যবসায়ীরা বলেন, তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল নেতা কর্মী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে চাপ প্রয়োগ করেছে। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার বলেন, ধামেরহাট বাজারের কয়েকজন বিএনপি কর্মী-সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা কর্মী। আওয়ামী লীগ নেতারা বিষয়টির সমাধানের আশ্বাস দেয়ায় থানায় অভিযোগ করা হয়নি।
তিলাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মন্ডল বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা বিএনপির কর্মী সমর্থকেদর ব্যবসাোা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেনি।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। অপ্রতিকার ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।