আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন
আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশর ন্যায় নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। 


শনিবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় আট  ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার স্ব স্ব ইউনিয়নের সমন্বয়ে এক পদযাত্রা বের করা হয়।


বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু,  আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরদার,আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন, ছাইফুল ইসলাম, এমদাদুল হক পিন্টু, পারভেজ, যুবদলের আহবায়ক একরামুলবারী রঞ্জু,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন সহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে।