কুয়াকাটায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৯ অপরাহ্ন
কুয়াকাটায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির সন্ত্রাস- নৈরাজ্য,ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা ও মহিপুরে শান্তি সমাবেশ  কর্মসূচি পালন করা হয়েছে । 


শনিবার সকাল ৯ টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে শান্তি মিছিল করা হয়। 


মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা। 


অপরদিকে মহিপুর থানা যুবলীগের নেতৃত্বে মহিপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। একইদিন বিকেলে উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন্দের সভাপতিত্বে শান্তি সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি  হিসাবে  উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। 


বিশেষ অতিথি ছিলেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক   অধ্যক্ষ শহিদুল আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার সীমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার,সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান,  সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন দুলাল,মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট,  থানা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম,মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফেরদৌস হাওলাদার সহ আওয়ামী বিভিন্ন সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। 


শান্তি সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সব সময় শান্তি শৃঙ্খলায় বিস্বাস করে। ভোটের রাজনীতি করে না। মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি সব সময় আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায়। দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এখনও তারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করতে স্বাধীনতা বিরোধী জামাত চক্রের সাথে আঁতাত করছে। 


বক্তারা আরো বলেন, বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দলের চেয়ারম্যান খালেদা জিয়া, কো- চেয়ারম্যান তারেক রহমান সাজা প্রাপ্ত আসামি। তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এসময় তারা দলীয় নেতাকর্মীদের বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।