ডাসারে বিএনপির কার্যালয় ভাংচুর! আ.লীগের দাবী প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: সোমবার ১৬ই জানুয়ারী ২০২৩ ০৮:১২ অপরাহ্ন
ডাসারে বিএনপির কার্যালয় ভাংচুর! আ.লীগের দাবী প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি

মাদারীপুরের ডাসারে কেন্দ্রীয় বিএনপির  ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  ১০ দফা দাবি এবং তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে আ.লীগ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে।


অপরদিকে আ.লীগের দাবি প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 


আজ বিকেলে ডাসার উপজেলার কাঠালতলা বাজারে এ ঘটনা ঘটে। 


স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, আজ সোমবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা ও তেলও গ্যাসের মূল্য বৃদ্বির প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ডাসার উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিকেলে  উত্তর ডাসার কাঁঠালতলা বাজার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। এসময় কোন কারন ছাড়াই আ.লীগের লোকজন লাঠি নিয়ে ধাওয়া করে মিছিলের উপর হামলা চালায় এবং বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করেন। 


এ সময় বিএনপি দলীয় ১০/১২ জন নেতা কর্মী আহত হন বলে জানা যায়। 


ডাসার বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বলেন, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে আ.লীগের লোকজন অতর্কিত হামলা করেন এবং বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করেন।


এ ব্যাপারে ডাসার উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আদিব হোসেন তালুকদার(আবিদ),সহ সভাপতি শরীফ আশিক,অর্থ বিষায়ক সম্পাদক কাজল বলেন, প্রতিদিনের ন্যয়ি আমরা দলীয় নেতাকর্মিদের নিয়ে দলীয় কার্যালয় বসেছিলাম। এ সময় বিএনপির মিছিলের এক পর্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ভাষায় কটুক্তি করেন। তাদের বাধা দেয়ায়,উল্ট আমাদের উপর হামলা করে। পরে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।