আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৬শে নভেম্বর ২০২২ ০৭:৫৪ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : ফখরুল

বর্তমান আওয়ামী লীগ সরকারকে অবৈধ সরকার দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।


শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ফখরুল।


বিএনপি মহাসচিব কুমিল্লার গণসমাবেশে বক্তৃতা করার জন্য উঠেই উপস্থিত জনতার উদ্দেশে প্রথমে বলে ওঠেন, ‘আপনারা কোন নামে বিভাগ চান? গোমতী নাকি কুমিল্লা চান?’ এতে উপস্থিত জনতা ‘কুমিল্লা’ বলে জবাব দেয়।


মির্জা ফখরুল বলেন, ‘২০১৮ সালের রাতের ভোট এবার কি আপনারা চান? না চাইলে ১০ ডিসেম্বর ঢাকায় আসুন। আমরা নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাচ্ছি না। নির্বাচন হবে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের হাতে। আপনার মন্ত্রীরা মন্ত্রী থাকবেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর নির্বাচন দেবেন, এটা তামাশা পেয়েছেন? সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন তৈরি করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা থেকে নামনো হবে। মনে রাখবেন, আপনাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। ’


বিএনপি মহাসচিব উপস্থিত সকলের উদ্দেশ করে বলেন, ‘আজ যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এই সমাবেশের জন্যই বাঞ্ছারামপুরে নয়ন খুন হয়েছে। নয়নের বুকে জ্বলা আগুন এই সমাবেশে দেখতে পেয়েছে। সরকার জনগণকে ভাতে মারছে, গুলিতে মারছে। আর শেখ হাসিনা বলেন, আমরা কি রিজার্ভ চিবিয়ে খেয়েছি? আমরা বলব, রিজার্ভ আপনারা গিলেই খেয়ে ফেলেছেন। আপনার মন্ত্রীরা মিলে গিলে খেয়ে মোটাতাজা হয়েছেন। আপনারা দেখেছেন, তারা (এমপি-মন্ত্রীরা) দিন দিন কী মোটা হচ্ছে। ১০ তলা বাড়ি থেকে ২০ তলা বাড়ি হচ্ছে তাদের। কিন্তু দেশের কী হচ্ছে? সময় থাকতে কেটে পড়েন, না হলে পালানোর জায়গা পাবেন না। ’


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ সরকারের লোকেরা দেশের সব টাকা পাচার করে রিজার্ভ খালি করে ফেলেছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। নিত্যপণ্য থেকে শুরু করে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু মানুষের আয় কি বেড়েছে? অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে। চাঁদাবাজি, দলীয়করণ করে তারা আয় করছেন। লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছেন। ’


গায়েবি মামলা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না বলে উল্লেখ করে ফখরুল বলেন, ‘রাজশাহীতে কয়েক দিনে ৩৫টি মামলা হয়েছে। গত ১১ দিনে সারা দেশে ১০৪টি মামলা হয়েছে। সব গায়েবি মামলা। ১০ ডিসেম্বরের আগে এমন বহু গায়েবি মামলা হবে। এদের (সরকারের) চামড়া গণ্ডারের মতো। সব করে তারা দোষ দেয় বিএনপির। তারা বলে, আমরা নাকি অগ্নিসন্ত্রাস করব। অগ্নিসন্ত্রাস করতে গিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা ধরা খেয়েছে, বিএনপি নয়। ’


বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে স্বাধীন করতে একাত্তর সালে একবার যুদ্ধ করেছি। এখন আবার যুদ্ধ করতে হচ্ছে ভোটের অধিকারের জন্য। আমরা আরেকটা একাত্তর আনব। ’


‘১০ ডিসেম্বরে ঢাকার গণসমাবেশে তারা নাকি আমাদের পূর্বাচলে পাঠাবে, তারপর বললেন ইজতেমা ময়দানে। এখন আরেকটু এগিয়ে আসলেন সোহরাওয়ার্দী উদ্যান। আমরা বলি, আরেকটু এগিয়ে আসুন, তা ছাড়া উপায় নাই। এগিয়ে আসতেই হবে। ১০ ডিসেম্বরের সমাবেশ পল্টনেই হবে। সব ফয়সালা রাজপথে হবে। গুম, খুন, নির্যাতন সব কিছুর বিচার হবে―বাংলার মাটিতেই হবে। এ দেশের মানুষ করবে’, বলেও মন্তব্য করেন ফখরুল।


কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠের এই বিভাগীয় গণসমাবেশ হয়েছে। এদিন সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কুমিল্লা টাউন হল মাঠে শনিবার দুপুর ১২টার দিকে এই সমাবেশ শুরু হয়।


কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনে, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ দলের সিনিয়র নেতারা।


এর আগে শনিবার সকাল ৯টা থেকেই একের পর এক মিছিল নিয়ে টাউন হল মাঠে প্রবেশ শুরু করেন দলের নেতাকর্মীরা। মিছিলে মিছিলে যেন জনস্রোত নামতে শুরু করেছে টাউন হলের দিকে। সকাল ১০টার দিকে টাউন হল মাঠ এরই মধ্যে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এরপর সড়কগুলোতে অবস্থান নিতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। কুমিল্লা জেলার (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা―এই পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ।