প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৭
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ। আজ ১৫ আগস্ট তিনি পা রাখছেন ৮১ বছরে। জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত আপসহীন এই নেত্রীর জন্ম ১৯৪৫ সালের আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুঁড়ির নয়াবস্তিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটার পর শরতের স্নিগ্ধ ভোরে পৃথিবীতে আসা এই কন্যার শৈশবের ডাকনাম ছিল ‘শান্তি’, পরে বোনের দেওয়া নামে পরিচিতি পান ‘পুতুল’ নামে।