প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ০:৪৩
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য শোভযাত্রা ও কেক কাটা,র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুয়াকাটা পৌরছাত্রলীগ। কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৫টায় পৌর আওয়ামী লীগের কার্য্যালয় থেকে র্যালী ও শোভাযাত্রা বের করেন।
র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা মার্কেটে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, পৌর শ্রমীকলীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ মোল্লা, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, জয়বাংলা ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম শিবলু সহ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে রাখাইন মহিলা মাকের্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা।
আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ৭৪ বছরের নানা অর্জন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ছাত্রলীগের জন্মদিন উপলক্ষ্যে সকাল ৮টায় দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।