প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৫৮
‘আমরা বিএনপি পরিবার’-এর নামে প্রতারণার ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংগঠনটির পক্ষ থেকে। শহীদ পরিবারের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র মিথ্যা পরিচয়ে আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে। বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করতে এবং সংগঠনের সদস্য সচিব কিংবা অন্য কোনো সদস্যকে তাৎক্ষণিকভাবে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।