প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যেক মা-বাবা চায় তাদের সন্তানের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু ভবিষ্যৎ তৈরি হোক এবং এ লক্ষ্যকে সামনে রেখেই বিএনপি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছে।
তারেক রহমান বলেন, বর্তমান রাজনীতিতে প্রতিরোধ, প্রতিহিংসা এবং কথামালার পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে গুণগত পরিবর্তন আনা জরুরি। তিনি উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছে এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কোনো দেরি গ্রহণযোগ্য নয়। এজন্য বিএনপি ইতোমধ্যেই বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সুনির্দিষ্ট ও সুচিন্তিত কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ করার পর কিংবা পড়াশোনা না শেষ করতে পারলে কেউ যেন বেকার জীবন কাটাতে না হয়, সেই লক্ষ্যেই শিক্ষার কারিকুলামে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দেড় দশকের বেশি সময় পর নিজেদের এজেন্ডা-ম্যানিফেস্টো বাস্তবায়নের সুযোগ পাবে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে কিছু ফ্যাসিবাদবিরোধী দলের বক্তব্য গণতন্ত্রকামী জনগণের মনে প্রশ্ন সৃষ্টি করেছে।
দেশের সব রাজনৈতিক দলকে সতর্ক করে তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে দূরত্ব তৈরি হলে পরাজিত ফ্যাসিস্ট চক্র পুনর্বাসনের সুযোগ পাবে। তাই গণতন্ত্রকামী জনগণের প্রতি তিনি সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও যোগ করেন, দেশের সকল রাজনৈতিক দল ও নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য। নিরাপদ ভবিষ্যতের জন্য পরিকল্পিত রাজনৈতিক কর্মকাণ্ড এবং সুশৃঙ্খল প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।
শেষে তারেক রহমান মনে করিয়ে দেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে এবং দেশের সকল মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।