সরকার দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শুক্রবার ৫ই নভেম্বর ২০২১ ০৭:৩২ অপরাহ্ন
সরকার দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে: ফখরুল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে। এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। রাজনীতিকে ধ্বংস করেছে। এখন তারা দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে।


শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।


‘গত ৭ মাসে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে, সেখানে বিরোধীদলের কেউ নাই। সেখানে শুধু তারা-তারাই (আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ)। তারপরও নির্বাচনী মারামারিতে ৮৭ জন মৃত্যুবরণ করেছে। নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’ বলেন ফখরুল।


অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আব্দুস সালামের নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আসুন ঢাকা শহরে আগের মতো গণতন্ত্রের পক্ষে একটা দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলি। এ দুর্গ এমনভাবে গড়ে তোলা হবে যে গণতন্ত্রের নেতাকর্মীদের কাছে, স্বাধীনতার পক্ষের লোকদের কাছে এ ফ্যাসিস্ট সরকার পরাজিত হবে।


সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন একজন ব্যতিক্রমি নেতা। তিনি যখন মেয়র ছিলেন তার কাছে সহযোগিতা পাননি এমন কোনো রাজনৈতিক দল ও ব্যক্তি নেই। বর্তমান ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা থেকে মুক্তির জন্য জন্য দরকার ছিল খোকার মতো একজন নেতা। সময় এসেছে আমাদের প্রত্যেককে এক-একজন খোকা হয়ে তৈরি হতে হবে।


তিনি বলেন, আমরা আজ এমন একটা দুঃশাসনের কবলে পড়েছি। আজকের খবরের কাগজে দেখবেন ডিজেল, কেরাসিনের দাম এক লাফে ১৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা ৬৫ টাকা ছিল, করা হলো ৮০ টাকা। যেটা ছিল ৫৫ টাকা, সেটা করা হলো ৭০ টাকা। এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আর প্রতিবছর তিন-চারবার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বাজারে যাবেন কোনো কিছুই কেনার জো নেই। প্রতিটি জিনিসের দাম বেড়েছে।