ভূঞাপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ১লা সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৪ অপরাহ্ন
ভূঞাপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইলের ভূঞাপুর  উপজেলা ও পৌর বিএনপির  আয়োজনে  বিএনপি'র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তাং সেলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা। 


উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে  প্রদান অতিথি হিসেবে ভার্চুয়াল আলোচনা করেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি'র সিনিঃ সহ-সভাপতি  এড. লু্ৎফর রহমান ভোলা,  বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, মোস্তাফিজুর রহমান তাং বাবলু, ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক খঃ লুৎফর রহমান গিয়াসসহ  উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কর্মময় দিক নিয়ে আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।