বিএনপির-জামায়াতের ডাকা টানা অবরোধ ও জনগনের জানমাল রক্ষায় সারাদেশের মত শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকে শহরের সি—অফিস মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা ।
এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাসেল পারভেজ রাজা বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে পিরোজপুর বাসী ঐক্যবদ্ধ।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, পিরোজপুর জেলার কোথায় আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।