দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। ওই সংবাদে রাজী সমর্থকরা বিকেল থেকেই নৌকার পক্ষে আনন্দ মিছিলে নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রোববার বিকেলে মনোনীত ৩০০ আসনের (নারায়নগঞ্জ- ৫ ও কুষ্টিয়া-২ আসন ছাড়া) ২৯৮টি আসনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
দেবীদ্বার আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। এদের মধ্যে একবার স্বতন্ত্র পদে ও আওয়ামীলীগের মনোনয়নে একবারসহ দু’বারের নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ফের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন।
তাছাড়া আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হেভীওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন,- আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলার সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, বিশ্বব্যাংকের কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক'র সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার।
এদের মধ্যে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বাকী প্রার্থীরা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সীর হাত ধরেই ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ওই সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির ইকবাল হোসেন রাজুকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি- জামাত জোটের প্রার্থী জাসদ(রব) কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল মালেক রতনকে পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পূর্বের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে জনগনের ভোটে আগামী নির্বাচনেও বিজয় প্রত্যাশি। তবে ইতিমধ্যে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সাথে বিরোধ, মারধরসহ নানা ঘটনায় দেশব্যাপী আলোচিত সমালোচিত হয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।