জাতীয় পার্টির বিরাজমান সংকট নিরসনে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সমঝোতা বৈঠকে বসছেন রওশন ও জিএম কাদের পন্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত নয়টার দিকে রাজধানীর গুলশান এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দলটির প্রভাবশালী একজন প্রেসিডিয়াম সদস্য জানান, রোববার বিকেল একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। এর আগে বেলা একটায় রওশন এরশাদের সংসদ কার্যালয়ে এমপিদের এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকেই স্পিকারেরর কাছে প্রস্তাবনা যাচ্ছে- রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা মনোনীত করার। এরই মধ্যে রওশন এরশাদ উচ্চকক্ষ থেকে বিরোধীদলীয় নেতা হওয়ার সবুজ সংকেত পেয়েছেন।
এদিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পক্ষ থেকে শনিবারের অনুষ্ঠিতব্য বৈঠকের একটি চিঠি ইস্যু করা হয়েছে। যেখানে রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে। এছাড়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়ার বিষয়টি আগামীকাল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই আসনে এরশাদ পুত্র সাদকে মনোনয়ন দেওয়ার আভাস পাওয়া গেছে। যার কারণে আজ জিএম কাদেরের নেতৃত্বে গঠিত পার্লামেন্টারি বোর্ড রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা করেনি।
সূত্র মতে, রাতে সমঝোতার বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসবে। বৈঠকে দলের চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জটিলতাও নিরসন হতে যাচ্ছে। এছাড়া আগামী কাউন্সিলের আগ পর্যন্ত জিএম কাদের জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা আসতে পারে। এদিকে আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ ঘোষণা করেছেন জিএম কাদের। ওই কাউন্সিলেই নির্ধারণ হবে জাপার চেয়ারম্যান কে হবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।