
আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে লালপুরে আ.লীগের দোয়া মাহফিল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২:১৭

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৭তম মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ । মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চেয়াম্যানের কার্যালয়ে আইভি রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


