রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাপার সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে সমাবেশস্থলে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সমাবেশস্থল ছত্রভঙ্গ হয়ে যায়।
জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, অনুমতি চেয়েও তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে বক্তব্য চলাকালে হঠাৎ পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে মারে এবং পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বহু কর্মী-সমর্থক ছত্রভঙ্গ হয়ে আশপাশের রাস্তায় ছুটে যায়।
তবে পুলিশ বলছে, জাপাকে সমাবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “তাদের সমাবেশে অনুমতি ছিল না। তারা নিষেধ অমান্য করে জনসমাগম ঘটিয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
ঘটনার পর থেকে কাকরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।