প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩
আইনপ্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে আদালতে কোনো ব্যক্তির জামিন হলে সেই আদেশ এক ক্লিকের মাধ্যমেই কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) চ্যানেল 24 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এতদিন পর্যন্ত আদালত থেকে কারাগারে জামিনের আদেশ পাঠাতে অন্তত ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ক্ষেপণ, জটিলতা ও হয়রানির মতো নানা সমস্যা দেখা দিত। কিন্তু নতুন এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে সেই প্রক্রিয়া এখন হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয়।
ড. আসিফ নজরুল আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। একইসঙ্গে সাধারণ মানুষ ও আইনজীবীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমে আসবে। এটি বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আগে জামিনের পর বেইল বন্ড কারাগারে পৌঁছাতে দেরি হত, অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতো। এখন থেকে সেই বেইল বন্ড অনলাইনে যাবে, ফলে কোনো কাগজপত্র বহন বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হবে না। এতে কারাগার কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে জানতে পারবে সংশ্লিষ্ট বন্দির জামিনের অবস্থা।
আইন উপদেষ্টা জানান, এই উদ্যোগ মূলত মানুষের হয়রানি কমানো এবং বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সরকার চায়, দেশের বিচারব্যবস্থা আরও প্রযুক্তিনির্ভর, দ্রুত ও জনগণের জন্য সহজ হোক।
তিনি আরও জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয়ও অন্তর্বর্তী সরকারের সময়েই গঠিত হবে। এতে আদালতের স্বাধীনতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানবাধিকার আইনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। এসব আইন বাস্তবায়ন হলে বিচারব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি মনে করেন।
তিনি আশা প্রকাশ করেন, এসব সংস্কার বাস্তবায়নের পর জনগণ বিচার পেতে আর কোনো প্রশাসনিক জটিলতার মুখে পড়বে না এবং আদালতের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা সম্ভব হবে।