বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা তো কারও প্রতীকে বাধা দিইনি, তাহলে আমাদের প্রতীক নিয়ে টানাটানি কেন?”
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করে। তবে কমিশন তা নাকচ করলে এনসিপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”
এ প্রসঙ্গেই মির্জা ফখরুল বলেন, “কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছে যে অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাবে না। আমরা তো এ কথা বলিনি। তাহলে বিএনপির প্রতীকের সঙ্গে টানাটানি কেন?”
তিনি আরও বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য, এটা জনগণের ভালোবাসার প্রতীক। যেখানেই যাবেন, মানুষ বলবে—ধান লাগাও, ধান লাগাও। এটিই জনগণের আওয়াজ।”
ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে একটি দলের পকেটে নেওয়ার চেষ্টা চলছে। “আমরা চাই নিরপেক্ষ প্রশাসন ও নির্বাচন কমিশন, যেন কেউ কোনো দলের কাছে মাথা নত না করে,”—যোগ করেন তিনি।
সভায় বিএনপি নেতারা জেহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “গণতন্ত্রের জন্য শহীদ জেহাদ ছিলেন প্রথম রক্তদাতা, যার ত্যাগে দেশ পেয়েছিল স্বাধীন রাজনীতি।”