গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী'র পিতা মৃত আলহাজ্ব নাজিমুদ্দিন মুন্সী'র (১০৮) জানাজা অনুষ্ঠিত হয়েছে।
নিহত নাজিমুদ্দিন মুন্সী দৌলতদিয়া ইউনিয়নের ডল্লা পাড়া এলাকার বাসিন্দা। পদ্মা নদীতে ডল্লা পাড়া বিলীনের পর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় তিনি বাড়ি করে বসবাস করতেন। বর্তমানে বেশ কয়েক বছর তিনি মোস্তফা মেটালে স্থাপিত বাড়িতে বসবাস করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মোস্তফা মেটাল চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোস্তফা মেটালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
গতকাল রবিবার (১২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে বার্ধক্য জনিত সমস্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৮ বছর। আগামী ১৭ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নামাজের পর তাদের ব্যবসা প্রতিষ্ঠান মোস্তফা মেটালে তার রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হবে।
জানাজা নামাজে গোয়ালন্দ উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেককে তার স্মৃতিচারণ করে কাঁদতে দেখা যায়।
তিনি দুই পুত্র ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।