প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১:৪৮
এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি বাবাভাই পাঠান। বাবা মারা যাওয়ার পর অথৈ পানিতে পড়ে তারই প্রতিবেশী দুই হিন্দু বোন। তখন তাদের সহায়তায় এগিয়ে আসেন ওই মুসলিম ধর্মালম্বী নাগরিক। দুই বোনকে নিজের বোন হিসেবে দত্তক নেন বাবাভাই। এরপর তাদের বড় করা থেকে শুরু করে নিজের জমানো পুঁজি খরচ করে সেই দুই অনাথ বোনকে হিন্দু রীতি মেনেই বিয়েও দেন তিনি।
টুইটারে এক ব্যক্তি লিখেছেন ‘তিনিই (বাবাভাই) প্রকৃত ভারতীয়। ভারতীয় সংস্কৃতি আমাদের এই শিক্ষাই দেয়।’আরেক ব্যক্তি জানিয়েছেন ‘বাবাভাইয়ের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত।’