প্রকাশ: ২ আগস্ট ২০২০, ১৯:১৬
ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় গত কয়েক দিনে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা অন্তত ৮৬ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও এএফপি।
এদিকে ঘটনা অনুসন্ধানে শুক্রবার (৩১ জুলাই) উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।