প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ৪:৩৯
লকডাউনে পুরো পৃথিবীই স্থবির হয়ে গেছে। যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি থেকে দূরে থাকা কর্মজীবীরা ফিরতে পারেননি স্বজনদের কাছে। তাই অভিনব এক পদ্ধতি বের করলেন মুম্বাই বিমানবন্দরের কর্মী প্রেমমূর্তি পাণ্ডে। নিজ গ্রাম এলাহাবাদে স্বজনদের কাছে ফিরতে মরিয়া হয়ে যাওয়া প্রেমমূর্তি লকডাউনে স্বজনদের কাছে পৌঁছাতে আটেন অভিনব এক পন্থা। রাতারাতি বিমানকর্মী থেকে পেঁয়াজ ব্যবসায়ী হয়ে যান তিনি।
প্রেমমূর্তি পাণ্ডে জানান, বাস-ট্রাম চলছে না। বিমান পরিষেবাও বন্ধ। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের নিয়ম মেনেই স্তব্ধ গোটা দেশের জনজীবন। আমি অনুভব করেছিলাম সরকার কেবল একটা রাস্তাই খোলা রেখেছে। অত্যাবশ্যক পণ্যের সরবরাহে কোনো বাধা নেই। তাই এই পরিকল্পনা করি।