প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৭:০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার বিকাল ৫টায় বিশ্বের সব ভারতীয় দূতাবাস এবং হাইকমিশনের প্রধানদের সঙ্গে ভিডিও সম্মেলন করেছেন।বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া জানার জন্য প্রথমবারের মতো ভারতীয় মিশনসমূহের এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হলো।ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভিডিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অস্বাভাবিক পরিস্থিতি সমাধানের জন্য কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হয়। যে কারণেই এই বিশ্বায়নের যুগেও বিশ্বের বেশিরভাগ অংশই নিজেদের আলাদা করে রেখেছে। মহামারি মোকাবিলার জন্য এই পদক্ষেপ অনিবার্য হলেও এর চূড়ান্ত পরিণতিও এসেছে; কারণ বিশ্বব্যবস্থা থমকে যাওয়ার ফলে আন্তর্জাতিক পরিবহণ ব্যবস্থা, বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বেইজিং, ওয়াশিংটন ডিসি, তেহরান, রোম, বার্লিন, কাঠমান্ডু, আবুধাবি, কাবুল, মালে এবং সিওল এই দশটি মিশনের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী এবং বাকি শ্রোতাদের কাছে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তারা নিজেদের কর্মস্থলের দেশগুলোতে এই মহামারি মোকাবিলার জন্য ভারত কর্তৃক গৃহীত দৃঢ় পদক্ষেপগুলোর প্রশংসামূলক প্রতিক্রিয়াসমূহ তুলে ধরেন। মিশন প্রধানরা বিদেশে আটকাপড়া ভারতীয়দের, বিশেষত শিক্ষার্থী ও কর্মীদের সহায়তার জন্য তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তারা এই মহামারি মোকাবিলায় ভারতের নিজস্ব জাতীয় প্রচেষ্টাতে সহায়তা করতে পারে এমন ওষুধ, চিকিৎসা, যন্ত্র, প্রযুক্তি, গবেষণা এবং অন্যান্য পদক্ষেপগুলো শনাক্ত করার প্রচেষ্টা সম্পর্কেও জানান।