প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০
এক ঝটিকা সফরে ভারত পৌছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সকালে ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজটি গুজরাটের আমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। ভারতে ট্রাম্প ৩৪ ঘণ্টা অবস্থান করবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। এই সফরে তার সঙ্গী হয়েছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প এবং জামাতা জেয়ার্ড কুশনার। আহমেদাবাদ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রাম্পের এই সফর ঘিরে উচ্ছ্বসিত ও আয়োজনে ব্যস্ত নরেন্দ্র মোদির সরকার। যে কারণে একদিন আগেই প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গোটা ভারত মুখিয়ে রয়েছে। এই সফরকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখছে না নরেন্দ্র মোদির সরকার।