বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ী দুর্ঘটনায় নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১২ই মে ২০১৯ ০২:১৩ অপরাহ্ন
বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ী দুর্ঘটনায় নিহত ১৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে ভারতে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, বিয়েবাড়ি থেকে ওই পরিবারের সদস্যরা একটি গাড়িতে করে ফিরছিল। 

প্রাথমিক তদন্তের পর দেশটির পুলিশ জানায়, একটি বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এক বাইক চালককে বাঁচাতে গিয়ে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পরিবারের গাড়িতে ধাক্কা মারে। তার জেরে একই পরিবারের ১৪ জন মারা গিয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর