কাশ্মীরে পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করছে। এবার ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানের হ্যাকাররা। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, ১০০ সাইট হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দপ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। এর আগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পিছনে ছিল ভারতীয় হ্যাকাররা। জানা গেছে, শুধুই ভারতীয় ওয়েবসাইট নয়, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সৌদি আরবের বেশ কিছু সাইট হ্যাক করা হয়েছে। এর পেছনে ঠিক কী কারণ রয়েছে, তার তদন্ত চলছে। পরে অবশ্য ওয়েবসাইটগুলো পুনরায় কাজ করতে শুরু করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।