https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভারতের চেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল কেউ চায় না: জয়শঙ্কর

সোমেন সাহা
সোমেন সাহা-(কোলকাতা), স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:১০

শেয়ার করুনঃ
ভারতের চেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল কেউ চায় না: জয়শঙ্কর
জয়শঙ্কর

নয়াদিল্লি, ৯ এপ্রিল ২০২৫: বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বুধবার তিনি এ মন্তব্য করেন।  

ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জয়শঙ্কর বলেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য শুভ কামনা করে। তিনি বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাও প্রকাশ করেন।  

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী। তার মতে, ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল কামনা করে না।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক সম্পর্কে প্রধান বার্তা ছিল ঐতিহাসিক সম্পর্কের স্বীকৃতি।  

তিনি বলেন, 'এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।'  

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মৌলবাদী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম।'  

জয়শঙ্কর জোর দিয়ে বলেন, 'একটি দেশ হিসেবে আমাদের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে আমরা আশা করি তারা সঠিক পথে চলবে।'  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
তিনি বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে বলেন, 'গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।'

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন

কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক ও ক্ষোভ, পাল্টা হামলা চায় !

কাশ্মীর হামলায় বলিউড তারকাদের শোক ও ক্ষোভ, পাল্টা হামলা চায় !

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় নিহত ২৬ জনের মৃত্যুতে গোটা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় বলিউডের তারকারাও গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।   শাহরুখ খান তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "এই অমানবিক ঘটনার জন্য কোন ভাষাই যথেষ্ট নয়। আমি শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করতে পারি।" একই প্ল্যাটফর্মে সালমান খান মন্তব্য করেন, "স্বর্গসম কাশ্মীর

সাজল মালিকের বিতর্কিত ভিডিও ফাঁস: পাকিস্তানে সামাজিক মাধ্যমে তোলপাড়

সাজল মালিকের বিতর্কিত ভিডিও ফাঁস: পাকিস্তানে সামাজিক মাধ্যমে তোলপাড়

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সাজল মালিক সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও ফাঁসের কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভিডিওটি প্রকাশের পরপরই এটি ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। [https://enews71.com/storage/klAXRHmcAJM4rf8TD5XUq5Lk5nbr1JjfPKGxAew4.jpg]সাজল মালিক [https://enews71.com/storage/klAXRHmcAJM4rf8TD5XUq5Lk5nbr1JjfPKGxAew4.jpg]সাজল মালিক ভিডিওটির সত্যতা অস্বীকার করে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, "এই ভিডিওটি সম্পূর্ণভাবে জাল এবং আমার সম্মানহানির উদ্দেশ্যে

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা: নিহত ২৬, দায় স্বীকার টিআরএফ-এর

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা: নিহত ২৬, দায় স্বীকার টিআরএফ-এর

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ‘পর্যটক’ পরিচয়ে সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। তবে এই হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিসটেন্স ফোর্স (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে দাবি করে, তারা সাধারণ পর্যটকদের টার্গেট করেনি। নিহতরা নাকি

১৩ লাখ ভারতীয় সেনাকে ভয় পায় না পাকিস্তান, মন্তব্যে উত্তেজনা

১৩ লাখ ভারতীয় সেনাকে ভয় পায় না পাকিস্তান, মন্তব্যে উত্তেজনা

ভারতীয় সেনাবাহিনী নিয়ে সাম্প্রতিক এক মন্তব্যে বলা হয়েছে, ‘১৩ লাখ ভারতীয় সেনাকে পাকিস্তান ভয় পায় না’। এই বক্তব্য ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা দুই দেশের সামরিক এবং কূটনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।   [https://enews71.com/storage/3KqL9tKPnsV77qoCsEGfxozM0TrWIrhopphM4Lie.jpg]পাকিস্তান আর্মি [https://enews71.com/storage/3KqL9tKPnsV77qoCsEGfxozM0TrWIrhopphM4Lie.jpg] ভারতীয় সেনাবাহিনী বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী, যার সদস্যসংখ্যা প্রায় ১৩ লাখ। তবে জানা গেছে, বর্তমানে সেনাবাহিনীতে ১ লাখেরও বেশি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি

বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে যেসব বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপাতত দিল্লির নেই। ভারতীয় সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারত তাদের বিমানবন্দর ও স্থলবন্দরের চাপ