দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ন
দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।  


মতবিনিময়কালে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাতিল করা এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করা।  


সভায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের নেতৃত্ব দেন আইনজীবী এম সরোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী আজমল হোসেন ও মজিবুর রহমান।  


অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সভায় নেতৃত্ব দেন প্রধান বদিউল আলম মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান।  


সভায় অংশগ্রহণকারীরা দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, এসব উদ্যোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।  


মতবিনিময়ের সময় দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাবের পেছনে যুক্তি হিসেবে বলা হয়, রাজনীতিতে সম্পূর্ণ একাগ্রতা ও দেশপ্রেম অপরিহার্য। দ্বৈত নাগরিকত্ব এই লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করতে পারে।  


এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধের প্রস্তাব তুলে ধরে বলা হয়, এসব সুবিধা অনেক সময় অপব্যবহৃত হয়, যা জনগণের করের অর্থের প্রতি অবিচার।  


সভায় উপস্থাপিত প্রস্তাবগুলো নিয়ে কমিশনের সদস্যরা গুরুত্বপূর্ণ নোট নেন এবং ভবিষ্যতে তা আলোচনার মাধ্যমে পর্যালোচনা করার আশ্বাস দেন।