টোল প্লাজায় তাণ্ডবে নিহতদের একই পরিবারের ৪ জন ছিলেন !

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি,মুন্সিগঞ্জ
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ১০:৫৮ অপরাহ্ন
টোল প্লাজায় তাণ্ডবে নিহতদের একই পরিবারের ৪ জন ছিলেন !

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার সকালে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পাঁচজন, যার মধ্যে চারজন একই পরিবারের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বেলা ১১টা ৬ মিনিটে।  


সিসিটিভি ফুটেজে দেখা যায়, টোল প্লাজায় মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকার টোল পরিশোধের জন্য সারিতে দাঁড়িয়েছিল। হঠাৎ নিয়ন্ত্রণহীন বেপারী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের ভেতরে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।  


শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, আহত আরও অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।  


সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলচালক টোল পরিশোধ করছিলেন, পেছনে মাইক্রোবাস ও প্রাইভেটকার দাঁড়ানো ছিল। তখন বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা টোল প্লাজায় ঢুকে পড়ে। এ সময় মোটরসাইকেল ও প্রাইভেটকার ধাক্কায় পিষ্ট হয়ে যায়। বাসের চাপায় প্রাইভেটকারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একটি নারীকে ঘটনাস্থলেই পিষে ফেলে।  


মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন জানান, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তবে বাসটি কেন নির্ধারিত লেনে ঢোকার আগে গতি কমায়নি বা ব্রেক করেনি, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।  


এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বেপরোয়া গতি এবং যানবাহনের অসতর্কতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।