ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত সরাসরি নরেন্দ্র মোদিকে জানাতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তিনবার মোদিকে ফোন করেছেন ইমরান। কিন্তু, প্রধানমন্ত্রী মোদির অফিসের ফোন কেউ রিসিভ করেনি। তিন বারই ফোন বেজেছে কিন্তু কেউ সাড়া দেয়নি। এই ঘটনায় নিরাশ হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নরেন্দ্র মোদিকে ফোনে না পেয়ে, পাক সংসদে অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন ইমরান।
তিনি বলেন, শান্তির বার্তা স্থাপনের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতি ইমরান এসব কথা জানিয়েছেন। ইমরানের দাবি, ফোনে না পেয়ে মোদির পিএমও দফতরেও বার্তা দিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু তাতেও ইতিবাচক সাড়া পাননি। তিনি বলেন, উত্তেজনা কোনও দেশেরই কাম্য নয়। ভারত, পাকিস্তান কারও জন্যই সেটা সুখকর নয়। তাই নিজেই বৃহস্পতিবার মোদির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন ইমরান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।