ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিমান ‘অনুপ্রবেশের’ পর দেশের উত্তরাঞ্চলের অন্তত চারটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার পাকিস্তানি যুদ্ধবিমানগুলো ওই সীমান্তে অনুপ্রবেশের পর বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্ত হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ভারতীয় সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালাকোটে ভারতের দাবিকৃত জঙ্গি আস্তানায় হামলায় চালায় ভারতীয় বিমান বাহিনী। এরপর থেকেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে।
ভারত পাঠানকোট, লেহ, শ্রীনগর ও জম্মু বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পাশাপাশি চন্ডিগড় ও অমৃতসরের বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে বলে ভারতীয় শিল্প খাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর তিন ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল বলে শ্রীনগর পুলিশ জানিয়েছে বলে খবর রয়টার্সের।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।