
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫

ভারতের মধ্যপ্রদেশের খাটলাপুরে নৌকাডুবির ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। খাটলাপুর ঘাটে গণপতি বিসর্জনকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার গণপতি বিসর্জন ঘিরে বহু মানুষের সমাগম হয় খাটলাপুরে। সেখানের মন্দিরঘাট এলাকায় এমন সমাবেশে ব্যাপক ভিড় হওয়ায় নৌকাতে অতিরিক্ত মানুষ উঠে পড়েন। যার জেরে নৌকাডুবি হয় বলে সূত্রের দাবি। এরপর থেকেই মৃত্যু সংবাদ আসতে শুরু করে।
