প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ২১:২৯
আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় ম্যান ফিজিক এবং স্পোর্টস ক্যাটাগরিতে ডাবল স্বর্ণপদক লাভ করেন পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের শাহজাহান আলীর সন্তান জাহাঙ্গীর আজিজি।
এর আগে তিনি ২০১৯ সালে ম্যান ফিজিক ক্যাটাগরিতে রৌপ্য পদক পান। বাংলাদেশ সাব গেমস এবং বাংলাদেশ গেমস এ ১৯৮৯/১৯৯০ সালে স্বর্ণপদক লাভ করেন এবং ১৯৯০ সালে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় মিঃ বাংলাদেশ খেতাব অর্জন করেন।