প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ১৬:১৫
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গিয়েছে,বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামের মালেক সিকদারের ছেলে অটো চালক হাসান বুধবার বিকেলে চলতি পথে মোটরসাইকেল কে সাইট দিতে দেরি করার কারণে পেছনে থাকা একই এলাকার ভ্যাণ্ডার ইকবাল হোসেন সিকদারের ছেলে মোটরসাইকেল চালক ঈশান সিকদারের মাথা গরম হয়ে যায়। দুজনেই বাহন থামিয়ে চলে বাকবিতন্ডা।
দুজনের বাড়ি একই এলাকায় হওয়ার কারণে বাড়ি গিয়ে চলে শক্তির মহড়া, ঘটে মারামারির ঘটনা। উক্ত মারামারির ঘটনায় অটো চালকের বাবা মালেক এবং চাচা মাঈনুদ্দিনকে মারধর করে একটি ঘরে আটকে রাখে ঈশানের পরিবারের লোকজন। পরে হিজলা থানার পুলিশের সহায়তায় তাদের দু'জনকে উদ্ধার করে হিজলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই ঘটনার পর থেকে অজ্ঞান রয়েছে অটো চালকের বাবা মালেক।
পরে মোটরসাইকেল চালক ঈশান এবং তার বাবা ভ্যাণ্ডার ইকবাল সিকদারও হিজলা হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে ঈশান জানায়, তুচ্ছ এই ঘটনায় অটো চালক হাসানের পরিবারের লোকজন তাদের উপর হামলা করেছে। উক্ত ঘটনার ব্যাপারে হিজলা থানার (ওসি তদন্ত ) তারিক হাসান জানান, তুচ্ছ এই ঘটনায় মারামারি কারণে হাসানের বাবা এবং তার চাচা আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে ঘটনা উল্লেখ করে ঈশান এবং তার বাবার বিরুদ্ধে হিজলা থানায় মামলা দায়ের করেছে অটো চালক হাসানের পরিবার।