প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ২৩:৩২
গাইবান্ধার সুন্দরগঞ্জে এলজিএসপি'র কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নজমুল হুদার বিরুদ্ধে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফলগাছা গ্রামে ২ লাখ ৩০ হাজার টাকায় নির্মিত স্থানীয় নওশা মাস্টারের বাড়ী হতে পূর্বদিকে লাভলুর বাড়ী পর্যন্ত ২'শ ১৫ মিটার সিসি সড়কটির কাজ ২ ও ৩ নাম্বার ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করছে সংশি¬ষ্ট ইউপি চেয়ারম্যান নজমুল হুদা।
এলাকাবাসীর অভিযোগ, যেখানে রাস্তার কাজে সরকারের দেয়া বরাদ্দে কাজের মান থাকার কথা শতভাগ উন্নততমানের। সেখানে ইউপিবচেয়ারম্যান ক্ষমতার শেষ পর্যায়ে এসে একই রকম করে সকল কজে অনিয়ম ও দায়সারা ভাবে নি¤œমানের সামগ্রী ব্যাবহার করে কাজ গুলো দ্রুত শেষ করছেন।নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ চলতে থাকায় সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করতে অনুরোধ করলেও চেয়ারম্যানের লোকজন প্রভাব খাঁটিয়ে ২/৩ নাম্বার ইটসহ নি¤œমানের নির্মান সামগ্রী দিয়েই রাস্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সুবেল মিয়া অভিযোগ করে বলেন, চেয়ারম্যানকে ২ নাম্বার ইট দিয়ে কাজ করতে বাঁধা দেয়া সত্ত্বেও গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের কথা তোয়াক্কাই করছে না।এ কাজের বিষয়ে চেয়ারম্যানের (পিএ) সুমন মিয়া বলেন, ইট ভাটায় ১ নাম্বার ইট না থাকার কারনে নি¤œমানের ইট ব্যবহার করে দ্রুত কাজ করছি।এ ব্যাপারে সংশি¬ষ্ট চেয়ারম্যান নজমুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছেনা।