প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ২০:২৬
বাগেরহাটে নবজাতক চুরি যাওয়ার ৩দিন পর পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় শিশুর বাবা-চাচাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) রাতে মোড়েলগঞ্জ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতার করা হয়।রোববার মোড়েলগঞ্জের গাবতলা এলাকায় বাবা সুজন খান ও মা শান্তা আক্তারে সঙ্গে ঘুমিয়ে থাকার পর হঠাৎ শিশুটি নিখোঁজ হয়।
এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে বুধবার সকালে বাড়ির সামনের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় গতরাতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা সুজন ও চাচা রিপনসহ ৩ জনকে আটক করে পুলিশ।