প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ৫:৪০
সন্ধ্যা পেরিয়ে রাত নামছে সবে। এলইডি বাতির আলোয় আলোকিত রাজধানীর ব্যস্ত সড়ক। হঠাৎই দেখা গেল, উত্তরার ৪ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে বেশ যানজট। এখানে রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন এক প্রাইভেটকারচালক। এ কারণেই সৃষ্টি হয়েছে যানজট।যানজটে থেমে আছে পেছনের গাড়িগুলো। এ অবস্থায় একটি গাড়ি থেকে নেমে রাস্তায় পার্কিং করা গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ততক্ষণে আশপাশে উৎসুক জনতার ভিড় লেগে গেছে।দেখা গেল, গাড়ি থেকে নেমে যাওয়া ওই ব্যক্তি আর কেউ নন; ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন দৃশ্য দেখে আশপাশের জড়ো হওয়া মানুষের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।
এ গাড়ি থানায় যাবে। মুহূর্তেই ছুটে এলো পুলিশ। সঙ্গে র্যাকারও। পরে চালক ক্ষমা চেয়ে পড়িমড়ি করে ছুট দিল।’রিসাদ মোর্শেদ আরও বলেন, ‘সড়কে গাড়ি পার্কিং নিয়ে রাজধানীতে নৈরাজ্য চলছেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে দৃঢ়প্রতীজ্ঞ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। অবৈধভাবে দখল করা পার্কিংয়ের স্থানগুলো উদ্ধারে তিনি ইতোমধ্যেই জোর তৎপরতাও শুরু করেছেন।’