প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৮
মাস্ক ব্যবহার ব্যতীত সেবা নয়, মাস্ক পরিধান করুন সেবা নিন’ এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রম চালু হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানলে ঝুঁকি আছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা পরিষদে আগত সেবা প্রত্যাশিদের সচেতনতা বাড়াতে নো মাস্ক নো সার্ভিস কর্মসুচি গ্রহণ করা হয়েছে।