প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ২০:১৬
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে। শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবনযাত্রাকে পরিচালিত করতে পারব।
বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যাালীর উদ্ধোধনকালে এ সব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। র্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।র্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার লাগিয়ে দেন।
এ সময় তিনি বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে যাতে অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই। এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।