প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০:৩২
সাভারের আশুলিয়ায় শত্রুতার জেরে এক ব্যক্তির বাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের হাঁটুভাঙা এলাকার আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।হামলাকারীরা হলো-পাথালিয়া ইউনিয়নের রহিমপুর রামারবাগ আবুল কালামের ছেলে আওয়াল (২৯) ও আলহাজ (২৪), চাকল গ্রামের বাহাদুর মিয়ার ছেলে ওসমান (৩২) ও দুলাল মিয়ার ছেলে আমিনুল (৩০)।
এবং বাড়ি লুট করে প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। পরে আমরা ৯৯৯ এ কল করলে পুলিশ আসে।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাহাত জানায়, ৯৯৯ এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।