প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১:৩৮
এ বছর ‘বেগম রোকেয়া পদক ২০২০’ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আখতার। তাঁকে নারীর শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায়, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদান রাখায় এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন আমাদের কাছে। তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেলে বিষয়টি জানানো হয়। এ বছর উপাচার্য ড. শিরীণ আখতার "বেগম রোকেয়া পদক-২০২০" পুরস্কারটি পাচ্ছেন।
তারপর তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি এবং ২০১৬ সালের ২৮ মার্চ চবির সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের নভেম্বরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। ড. শিরীণ আখতারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবংকি বাংলাদেশে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২য় নারী উপাচার্য।প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে অবিভক্ত বাংলায় নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকিয়ার নামে সরকার এই পুরষ্কার প্রদান শুরু করেন। প্রতিবছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে।