প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১:৩৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনায় অসহায় শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ডাটা কিনে দিচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত অর্থ থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় সভাপতিদের হাতে এ চেক হস্তান্তর করা হয়েছে৷ চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ প্রমূখ ব্যাক্তিবর্গ।