বাংলাদেশ-মিয়ানমারের পাহাড়ী সীমান্ত দিয়ে বানের পানির মত আসছে ইয়াবার চসলান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) একদিনেই পাহাড়ী সীমান্ত থেকে বিজিবি উদ্ধার করেছে আড়াই লক্ষ ইয়াবা। রেজু আমতলী থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সহ আটক হয়েছে ৬ কারবারি। একই দিন বালুখালী বিজিবি উদ্ধার করেছে ৫০ হাজার পিস ইয়াবা।এসব ইয়াবা উদ্ধার করতে গিয়ে বিজিবির সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকের গুলি বিনিময়ের ঘটনাও ঘটার খবর পাওয়া গেছে।
বিজিবি কক্সবাজার -৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে করইবনিয়া পাহাড়ী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসার সংবাদে বালুখালী বিওপি’র বিজিবি সদস্যগণ গোপন পাহাড়ী খাদে অবস্থান নেয়। এসময় বেশ কয়েকজন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে সীমান্ত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে।
বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এসব ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।