প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ১৬:১৯
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ২ ও ৩ নং পিয়ারে আজ বসানো হবে ৩৬তম স্প্যান। ইতোমধ্যে স্প্যানটি বসানোর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার অংশ।আবহাওয়া অনুকূলে থাকলে আর কারিগরি জটিলতা দেখা না দিলে সকালেই সেতুর পিলারে বসানো হবে ৩৬তম স্প্যান ওয়ান-বি।গত মাসে পদ্মা সেতুতে চারটি স্প্যান বসানো হয়েছে, যা প্রকৌশলীদের বড় একটি সাফল্য এবং দেশবাসীর স্বপ্ন বাস্তবায়নের পথকে সুগম করেছে। চলতি মাসেও চারটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে জানিয়েছেন সেতুমন্ত্রীর সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবক’টি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।