কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে দুই লাখ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তৎমধ্যে ৫জন রোহিঙ্গা নাগরিক।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্বার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ উখিয়া জানান, ‘মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান নামক স্থান দিয়ে আনুমানিক সাড়ে ৮ টার দিকে সীমান্ত হতে ৬ জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তাঁরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার পূর্বক তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য ছয় কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।